Wednesday, May 19, 2021

 প্রকাশিত হলো ইবলিশ সপ্তম সংখ্যা নিরোর নগরকীর্তন ও তাহার নাগরবৃন্দ 


প্রকাশিত হলো ইবলিশ, একাদশ বর্ষ, সপ্তম সংখ্যা তথা ইবলিশ  - 'নিরোর নগরকীর্তন ও তাহার নাগরবৃন্দ'। এ সংখ্যা যারা লিখেছেনসে পূর্ণাঙ্গ সূচি দেওয়া হলো বিভাগ/উপবিভাগ/ফিচার ধরে ধরে ধরে। সঙ্গে রইলো সবার শেষে সংখ্যাটি পড়বার লিংক।

 

ইবলিশ সপ্তম সংখ্যার সূচিপত্র:

 

সূচির পত্র

 

সইকবিতার চলন:

ইলিয়াস খানের কবিতা: একবসনা নদী

কৌশিক সেনের কবিতা: বাংলা, উত্তোলন

সোমনাথ গুহর কবিতা: আশ্রয়

 

গদ্যগাথা:

দেবজ্যোতি রায়ের গদ্য: দিবাস্বপ্ন

সোমনাথ বেনিয়ার গদ্য: স্বরলিপি

অনিমেষের গদ্য: এক নগর আর নাগর

 

ফেসবুক সমাচার:

শুভ্র চট্টোপাধ্যায়ের রম্যকরোনাকাল

 

ব্লগবুক:

ব্লগবুক: সম্পাদকীয়ব্লগজিন ‘চৌকাঠ’ জানুয়ারি ২০২১ সংখ্যা

 

কাঠবাস্তব:

প্রভাতকুমার মুখোপাধ্যায়ের প্রবন্ধ: নিরোরা নোয়া হতে চায়নি কখনো

কৃষ্ণেন্দু রায়ের প্রবন্ধ: উত্তরবঙ্গের রাজবংশী সমাজের লৌকিক কৃষ্টি ও সংস্কৃতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি-একটি পর্যালোচনা

 

কবিতার চলনসই:

তুলসী কর্মকারের কবিতা: লভ্যাংশ

অভীক সরকারের কবিতা: বায়স্কোপ

মৌমিতা মোদকের কবিতা: কি কানেকশন মাইরি

 

গল্পঘর:

হিরণ্ময় গঙ্গোপাধ্যায়ের গল্প: ইনক্লাইন

 

লিটল ম্যাগাজিন/ব্লগজিন/ওয়েবজিন পরিক্রমা:

‘এক পশলা বৃষ্টি’ পত্রিকার সংক্ষিপ্ত পাঠপ্রতিক্রিয়া: রাহেবুল

 

দ্য সহজ শয়তান:

জিয়াভাইয়ের কবিতা: মেমো

আসরাফুলের কবিতা: খুনিত প্রেম

রাহেবুলের কবিতা: ঘূর্ণন দেখছি ৯ - আরশোলা আর আল্লাহ্‌র হা-মুখ

 

প্রথম কাব্যির পরশ:

'পিথাগোরাসের ভূখণ্ডেনিবিষ্টভ্রমণ: কাজী রুনালায়লা খানম

 

অথঃ এক দশক কথা:

সুকান্ত দাসের আলোপাত—প্রথম দশক ও আরও কিছুটা ১

 

প্রচ্ছদ:

জস এ. স্মিথ

    

উৎসর্গ:

নিরস্ত্র ইবলিশ

 

অলংকরণ:

আনুষঙ্গিক চিত্র

 

সম্পাদক: রাহেবুল


এ সংখ্যার লিংকhttps://iblish7.blogspot.com/


১৯ মে, ২০২১ 

দেওগাঁও, ফালাকাটা, আলিপুরদুয়ার 

Monday, May 17, 2021

ইবলিশ ৭-এর প্রচ্ছদ প্রকাশিত হলো

 


ইবলিশ ৭ তথা 'নিরোর নগরকীর্তন ও তাহার নাগরবৃন্দ'-এর প্রচ্ছদ

ইবলিশ ৭ তথা 'নিরোর নগরকীর্তন ও তাহার নাগরবৃন্দ'-এর প্রচ্ছদ প্রকাশিত হলো। প্রচ্ছদের শিল্পকর্ম জস এ. স্মিথের। যথারীতি কাল ১৯-এ মে আসছে সকলের জন্য 'নিরোর নগরকীর্তন', ওয়েবে। বলাবাহুল্য, কোনোরূপ চমক-চটক ছাড়াই। কেউ না জানুক ইবলিশ কিন্তু তার নিজের মতন করেই অন্তর্ঘাতে ওস্তাদ।



Sunday, September 6, 2020

ইবলিশ ৬ - মরণের এপারে

ইবলিশ ৬ - মরণের এপারে



ইবলিশ ২০১১ খ্রিস্ট অব্দ থেকে অনিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে, রাহেবুলের সম্পাদনায়। এখনও অব্দি তার সব সংখ্যাই ছিল প্রিন্টেড/ছাপানো। তবে ২৯ জুলাই ২০১৯ এ ইবলিশের একটি স্থায়ী ডমেইন/ঠিকানা কেনা হয়। কিন্তু তাতে ঊনিশ ও কুড়িতে প্রকাশিত সংখ্যাকে ব্লগজিন হিসাবে প্রকাশ করা হয়নি। সারা বিশ্বে করোনা নামের অসুখটি প্রকট হবার পর আমাদের ২০২০ বইমেলা সংখ্যাটি সেই ওয়েব ঠিকানায় উন্মুক্ত করি, বিনামূল্যে পড়বার জন্যে। 
তারপর এভাবে প্রায় পাঁচ-ছ'মাস গেল রাষ্ট্রীয় ব্যর্থতা ও জনসচেতনতার অভাবে পরিস্থিতি স্বাভাবিক হয়নি, ছাপাখানাতেও তেমনই অচলাবস্থা, ক্রাইসিস। তাই শেষমেশ আমরা সিদ্ধান্ত নিলাম ইবলিশের নতুন সংখ্যাটি আমরা এবারে ওয়েবজিন/ব্লগজিন হিসাবে রাখব।সঙ্গে পিডিএফ এবং পরবর্তীতে সম্ভব হলে ছাপানোরও ব্যবস্থা করব।

ইবলিশ ৪ এবং ইবলিশ ৫ এর মতন এতেও অনেক ক'টি নিয়মিত বিভাগ রক্ষিত হয়েছে। আবার এবারেই যেহেতু প্রথম একটা ভাবনাসুতো/ভাবনাসূত্র রেখেছিলাম আমরা কবি-লেখকদের সামনে তাই এ সংখ্যার লেখায় আরও বেশি নতুনত্ব ও বৈচিত্র। পাঠক পড়বেন এবং জানাবেন মন্দলাগা-ভালোলাগা।   

খুব তাড়াতাড়িই আসতে চলেছে এ সংখ্যা। প্রথমে কিছুদিন ন্যূনতম অর্থমূল্যে পিডিএফ সার্কুলেশনের পর আমরা সংখ্যাটি ব্লগে উন্মুক্ত করব, পিডিএফ আকারে নয়, প্রত্যেক কবি-লেখকের লিংক ধরে ধরে। তাহলে আর ক'টা দিন সবুর ধরুন হে প্রিয়-পাঠক। 

ইবলিশ ৬ - 'মরণের এপারে' সংখ্যায় যারা লিখেছেন, সে পূর্ণাঙ্গ সূচি দেওয়া হলো বিভাগ/উপবিভাগ/ফিচার ধরে ধরে ধরে:

   সূচির পত্র 

সই, কবিতার চলন:

নীলাদ্রি দেবের কবিতা: মাঝরাতের ইতর সংলাপ

কৌশিক দাসের কবিতা: খোলস

ইলিয়াস খানের কবিতা: প্রাতিষ্ঠানিক জীবন ও ক্রিয়াকৈবল্য
কৌশিক সেনের তিনটি কবিতা: অবিনশ্বর, নার্স, কুরুক্ষেত্র

শোভন মণ্ডলের কবিতা: সম্মতি

আশুতোষ সরকারের কবিতা: একটি কবিতা

সূর্য দত্তের কবিতা: কদম ছাঁট

হাসান মোস্তাফিজের কবিতা: অর্ণা, করোনায় তোমার মৃত্যু হবে না

রাজদীপ ভট্টাচার্যর কবিতা: ফেরা

পলাশ চৌধুরীর কবিতা: ধাতুরা তে ধ্বনি

ওয়াহিদার হোসেনের কবিতা: দ্বিতীয় বিষাদ

আনিস আহমেদের কবিতা: একটি কবিতা

অর্ঘ্যকমল পাত্রের কবিতা: এপিটাফ

উদয়ার্ণবের কবিতা: মৃত্যুর এপারে

শুভজিৎ সরকারের কবিতা: আমায় মৃত্যু জিজ্ঞেস করলে

     সুকান্ত দাসের কবিতা: অজ্ঞাতবাস পর্ব

গদ্যগাথা:

মণিদীপা সেনের দু’টি গদ্য: লেখা ও এপারের ব্যক্তিগত ভাতশাস্তি ও মহাজীবন

সোমনাথ বেনিয়ার গদ্য: কে দাঁড়িয়ে, কেনই-বা

ঢি শুমের গদ্য: ওরা আসে ইন্দ্রিয়গ্রাহ্য অবাক করে দ্যায় খুন আমার শিল্পের

পৌলমী গুহর গদ্য: পৃথিবী ও জ্ঞানদায়িনী হেতু

দেবজ্যোতি রায়ের গদ্য: দিগন্ত অবধি বিস্তৃত এই বধ্যভূমিতে দাঁড়িয়ে

ফেসবুক সমাচার:

ফারহানার গদ্য: কচুপাতার পানি জীবন

প্রথম কাব্যির পরশ:

মোদের ‘মধ্যরাতের দোজখযাপন’: রাহেবুল

ব্লগবুক:

সম্পাদকীয়, ব্লগজিন ‘ঋতবাক’ জুন ২০২০ সংখ্যা

কবিতা চলনসই:

আলিউজ্জামানের কবিতা: আঁধারনামা

প্রিয়া আচার্য্যর কবিতা: আবহমান

জয়ফুল আজাদের কবিতা: দেবী

আমজাদের কবিতা: অন্ত

রেজিনার কবিতা: কাটাকুটি

মানিক রায়ের কবিতা: শ্যামল প্রেম

মৌসুমী নন্দীর কবিতা: চোরাবালি

অনিন্দ্য পালের কবিতা: মৃত্যু-রেখার দিকে চেয়ে

গল্পঘর:

জয়দীপ চট্টোপাধ্যায়ের গল্প: জিহ্বা-দণ্ড

সিন্ধু সোমের গল্প: তারায় তারায় কাজলনাভি

লিটল ম্যাগাজিন/ব্লগজিন/ওয়েবজিন পরিক্রমা:

কষ্টিপাথর’ পত্রিকা: পুরনো সংখ্যা: রাহেবুল

ইবলিশ পত্রিকা: এক প্রোটোকল ভাঙানিয়া— সুশোভন রায়চৌধুরী

শাঙ্খিক পত্রিকা: আলোচনায় রাহেবুল

ছোটো কবিতার কাগজ 'ধ্রুবতারা': আলোচনায় রাহেবুল

'আখ্যান সেতু' আত্মপ্রকাশ সংখ্যা: আলোচনায় রাহেবুল

উত্তরবঙ্গচর্চার পত্রিকা 'চিকরাশি': রাহেবুল

বিরক্তিকর’ পত্রিকার আত্মপ্রকাশ সংখ্যা: আলোচনায় ফারহানা

দ্য সহজ শয়তান:

জিয়াভাইয়ের কবিতা: ডায়েরি

আসরাফুলের কবিতা: পারিলে; জামিন দিয় ডোবাখানা

রাহেবুলের কবিতা: ইস্তক আঙরা

    প্রচ্ছদ: 

      রাহেবুল

    উৎসর্গ:

      উলুখাগড়াদিগকে

    অলংকরণ:

       শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য হিসাবে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা-কাজ


১৪ সেপ্টেম্বর ২০২০ থেকে ইবলিশ ৬ পড়তে এখানে ক্লিক করুন । 



Sunday, May 17, 2020

ইবলিশ ৫ বইমেলা সংখ্যা ২০২০

ইবলিশ বইমেলা সংখ্যা ২০২০

এ অব্দি ইবলিশ প্রথম দশকের একটি প্রিন্টেড ম্যাগাজিন। কিন্তু সাম্প্রতিক বইমেলা সংখ্যাটি করোনার কারণেই সফট কপি রূপেও ওয়েবজগতে প্রকাশিত হচ্ছে। যারা কবিতাকেন্দ্রিক লিটিল ম্যাগাজিন ভালোবাসেন, আবহমান তথা বিকল্প ধারাগুলির সুলুকসন্ধানে থাকেন এবং কাঠ বাস্তবকেও উপেক্ষা করেন না তাদের জন্যে ইবলিশ একটি আদর্শ লিটিল ম্যাগাজিন হতে পারে।

পড়ুন। প্রয়োজনে ডাউনলোড করেও রাখতে পারেন। আমাদের জানান আপনার পাঠপ্রতিক্রিয়া, মন্দলাগা-ভালোলাগা।

সম্পাদক: রাহেবুল

সংখ্যা: পঞ্চম, বর্ষ দশম, জানুয়ারি ২০২০

প্রকাশস্থান: আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ

প্রচ্ছদশিল্পী: শান্তনু পাত্র

সংখ্যাটি পড়ুন বা ডাউনলোড করুন এখান থেকে

 


Saturday, February 29, 2020

ইবলিশ বইমেলা সংখ্যা ২০২০

ইবলিশ বইমেলা সংখ্যা 


বইমেলা সংখ্যা, জানুয়ারি ২০২০
সম্পাদক- রাহেবুল
প্রচ্ছদ- শান্তনু পাত্র
অলংকরণে- বের্টোল্ট ব্রেখটের উদ্ধৃতি

সূচিপত্র- পত্রিকা হাতে নিয়ে দেখুন... খুব একটা খারাপ লাগবে না বিশেষ করে আপনি যদি ভাবনায় নতুনত্ব চান সঙ্গে ধরতে চান কঠোর বাস্তবতাকেও-- কবিতায়, প্রবন্ধে,  ঝুরোগল্পে, অণুগল্পে, ব্লগবুকে, ফেসবুক সমাচারে, পুরাতনী মিলে আয়োজন মন্দ নয়... একবার পড়েই দেখুন নাহয়।

প্রাপ্তিস্থান- দক্ষিণবঙ্গে কলেজস্ট্রিটে ধ্যানবিন্দু ও সুপ্রকাশ বইঘর, উত্তরবঙ্গে মাথাভাঙ্গার আনন্দম
মূল্য- কমবেশি ১০০ টাকা


Friday, September 20, 2019

ইবলিশ: এক প্রোটোকল ভাঙানিয়া— সুশোভন রায়চৌধুরী



 ইবলিশ: এক প্রোটোকল ভাঙানিয়া সুশোভন রায়চৌধুরী


পড়ছিলাম রাহেবুল সম্পাদিত 'ইবলিশ Break The Protocol'পত্রিকার ট্যাগ লাইন 'Break the protocol' থেকেই বোঝা যায় পত্রিকাটির চরিত্র সম্পর্কে। হ্যাঁ, একটি নিরেট প্রতিষ্ঠানবিরোধি পত্রিকা। প্রথমেই পড়লাম সম্পাদকীয়, বলা ভালো "অসম্পাদকীয়"। শ্রদ্ধেয় সম্পাদক এটিই ব্যবহার করেছেন। এবং প্রথমেই গতানুগতিক সম্পাদকীয়র যে ধারণা আমাদের মনের মধ্যে থাকে, তাকে ভেঙে চুরমার করে দিয়েছেন। দেওয়াটাই স্বাভাবিক কারণ ইবলিশ প্রোটোকল ভাঙার কথাই বলে। এই পত্রিকার সব চাইতে মনোগ্রাহী বিষয়টি হলো, মাঝে মাঝে সম্পাদকীয় টীকার উপস্থাপন, যা সুপরিকল্পিতভাবেই সাধু ভাষায়। আমার ব্যক্তিগত উপলব্ধি, ক্রমান্বয়ে পড়তে থাকলে, ভাষার মোনোটোন কাটাতে সাহায্য করে এই সাধু ভাষার প্রয়োগ। আর প্রত্যেক টীকাতেই পত্রিকার প্রতিষ্ঠানবিরোধি চরিত্র বিদ্যমান। যেমন অসম্পাদকীয়র নীচে প্রকাশিত হয়েছে "সম্পাদকের অসীম আলস্যের কারণে চার-পাঁচ বৎসর পূর্বে প্রকাশিত ইবলিশের শেষ সংখ্যার সম্পাদকীয় বা অ-সম্পাদকীয়টিই পুনর্মুদ্রিত হলো। ইহাতে নুতন সংখ্যার অমঙ্গল হয় কী মুখ উজ্জ্বল? তাহা জানিতে হইলে পত্রিকা-পাঠ আবশ্যক, লেছে মনের ডাক্তারে!" অথবা "বিজ্ঞপ্তি, বোলে তো লেখাপত্তর আহ্বান!!"

সংখ্যাটি সেজে উঠেছে, কবিতা, গ্রন্থ সমালোচনা, গল্প, গদ্য, প্রবন্ধ, হাইকুর সমারোহে এবং প্রত্যেকটি লেখাই স্বতন্ত্র তার নিজস্ব পরীক্ষা-নীরিক্ষার গুণে। স্থান পেয়েছে লিটল ম্যাগাজিন পরিক্রমাও। প্রথমেই বলতে হয় ফারহানা সিদ্দিকার 'ফেবুরঙ্গ' শীর্ষক লেখাটির কথা। গদ্যটি সাধু ভাষায় লেখা এবং অতিসামান্য বিষয় উপস্থাপনা গুণে কতটা চমকপ্রদ হয়ে  উঠতে পারে, তার উৎকৃষ্ট উদাহরণ এই লেখাটি। লেখাটির শেষে লেখিকা লিখেছেন, "দুঃখটাকে জোরালোভাবে প্রকাশ করিবার জন্য আমি সাধুভাষা ব্যবহার করিলাম মিত্রোঁসকল। গুরু চণ্ডালে এক আসনে বসাটাকে যাহারা দোষ মনে করেন, আমার চোখে আদতে তাহারাই দোষী। সুতরাং তাহা অন্বেষণের চেষ্টাই বৃথা।" ফেসবুকের মতো একটি কন্টেম্পোরারি প্রযুক্তি নির্ভর বিষয়কে সাধুভাষায় উপস্থাপন নিঃসন্দেহে চমকপ্রদ, করে তুলেছে কিছু মাত্রায় মনোরঞ্জকও। তবে মনের ভাবকে জোরালোভাবে প্রকাশ করবার মাধ্যম হচ্ছে সাধু ভাষা, এই যুক্তির প্রতি মতান্তর রয়েই গেল। উল্লেখ্য তৈমুর খানের 'ধর্ম যখন মানবিকতার অন্তরায়' শীর্ষক প্রবন্ধটিও সাধু ভাষায় লেখা এবং অবশ্যই সময়োপযোগী। মণিদীপা সেন এর 'অসমক্ষ' গল্পটি প্রশংসার দাবী রাখে। চোখের পলকেই তিনি পাঠককে রিয়ালিজম থেকে নিয়ে যান সুররিয়াল জগতে, যেখানে তাঁর শব্দের বুনন আনে আলাদা ব্যঞ্জনা, গল্পটির রেশ কাটতে সময় লাগে। 'প্রথম কাব্যির পরশ' বিভাগে কবি সুধীর সরকার আমাদের পরিচয় করিয়ে দেন কবি উদয়ার্ণব বন্দ্যোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থ 'মৃত্যুর পরে যে ঘোড়ায় চড়ে তুমি দেশ পেরোবে'। সমালোচক সুণিপুনভাবে বিশ্লেষণ করেছেন কবির কবিতা যেখানে কোনো তাত্ত্বিক অভিনিবেশ নয় বরং আবেগ ও স্পন্দনের মধ্যে ধরতে চেয়েছেন কবির কাব্য প্রতিভা, তাঁর কবিতা যাপনকে। পাঠপ্রতিক্রিয়া বিভাগে আলোচিত হয়েছে কবি সুমন সাধুর 'গওহর জান' ও কবি মুক্তি মণ্ডলের 'পুষ্পপটে ব্রাত্য মিনতি'। দুটি লেখাই পাঠককে আগ্রহী করে তোলে গ্রন্থ দুটির প্রতি, অনুসন্ধিৎসু করে তোলে তাঁদের কাব্যভুবনের আস্বাদ গ্রহণে। ব্লবুক বিভাগের সংযোজনটি সংখ্যাটির অন্যতম গুরুত্বপূর্ণ সংযোজন। 'কালিমাটি অনলাইন' পত্রিকার সম্পাদকীয় প্রকাশিত হয়েছে যেখানে সম্পাদক কাজল সেন তাঁর 'রামনাম' শিরোনামের লেখাটিতে লিখেছেন ভারতীয় রাজনীতিতে ধর্মীয় স্লোগানের অন্তর্ভুক্তি প্রসঙ্গে, আর প্রসঙ্গক্রমে উল্লেখিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, দীনেশচন্দ্র সেন-এর 'রামায়ণী কথা' গ্রন্থের ভূমিকা।

সংখ্যাটির কবিতা বিভাগ সুনির্বাচিত এবং স্বয়ংসম্পূর্ণ। আলাদা করে কোনো লেখার উল্লেখ করা মানে, সামগ্রিকভাবে বিভাগটির গুণগত উৎকৃষ্টতাকে ছোটো করা। ভালো লেগেছে উমাপদ করের হাইকু। ঋদ্ধ করে লিটল ম্যাগাজিন বিভাগে প্রকাশিত আলোচনাগুলি।

এক কথায়, ইবলিশ তার প্রতিষ্ঠানবিরোধি চরিত্র স্থাপনে সম্পূর্ণরূপে সফল যেখানে শ্রদ্ধেয় সম্পাদক রাহেবুলের প্রচ্ছন্ন প্রশ্রয় লেখকদের সাহায্য করেছে প্রথা ভাঙার পথে। মুগ্ধ করে বিনায়ক দত্তের অলংকরণ। সংখ্যার পারিপাট্যে রয়েছে দৃষ্টিনান্দনিকতা।

'আত্মঘাতী চাষা'-র উদ্দেশ্যে উৎসর্গিত এই সংখ্যা আশা করি সমাদৃত হবে পাঠকের কাছে।

পত্রিকা- ইবলিশ
সম্পাদক- রাহেবুল
সংখ্যা- আগস্ট ২০১৯
মূল্য- কম-বেশি ১০০ টাকা
প্রাপ্তিস্থান- সুপ্রকাশ বইঘর (+919477530440), ধ্যানবিন্দু (+919836671203) এবং থিংকার্স লেন (অনলাইনে)



ইবলিশ: চতুর্থ সংখ্যা

Monday, July 29, 2019

  প্রকাশিত হলো ইবলিশ সপ্তম সংখ্যা নিরোর নগরকীর্তন ও তাহার নাগরবৃন্দ  প্রকাশিত হলো  ইবলিশ , একাদশ বর্ষ, সপ্তম সংখ্যা তথা ইবলিশ   ৭  -  'ন...