Sunday, September 6, 2020

ইবলিশ ৬ - মরণের এপারে

ইবলিশ ৬ - মরণের এপারে



ইবলিশ ২০১১ খ্রিস্ট অব্দ থেকে অনিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে, রাহেবুলের সম্পাদনায়। এখনও অব্দি তার সব সংখ্যাই ছিল প্রিন্টেড/ছাপানো। তবে ২৯ জুলাই ২০১৯ এ ইবলিশের একটি স্থায়ী ডমেইন/ঠিকানা কেনা হয়। কিন্তু তাতে ঊনিশ ও কুড়িতে প্রকাশিত সংখ্যাকে ব্লগজিন হিসাবে প্রকাশ করা হয়নি। সারা বিশ্বে করোনা নামের অসুখটি প্রকট হবার পর আমাদের ২০২০ বইমেলা সংখ্যাটি সেই ওয়েব ঠিকানায় উন্মুক্ত করি, বিনামূল্যে পড়বার জন্যে। 
তারপর এভাবে প্রায় পাঁচ-ছ'মাস গেল রাষ্ট্রীয় ব্যর্থতা ও জনসচেতনতার অভাবে পরিস্থিতি স্বাভাবিক হয়নি, ছাপাখানাতেও তেমনই অচলাবস্থা, ক্রাইসিস। তাই শেষমেশ আমরা সিদ্ধান্ত নিলাম ইবলিশের নতুন সংখ্যাটি আমরা এবারে ওয়েবজিন/ব্লগজিন হিসাবে রাখব।সঙ্গে পিডিএফ এবং পরবর্তীতে সম্ভব হলে ছাপানোরও ব্যবস্থা করব।

ইবলিশ ৪ এবং ইবলিশ ৫ এর মতন এতেও অনেক ক'টি নিয়মিত বিভাগ রক্ষিত হয়েছে। আবার এবারেই যেহেতু প্রথম একটা ভাবনাসুতো/ভাবনাসূত্র রেখেছিলাম আমরা কবি-লেখকদের সামনে তাই এ সংখ্যার লেখায় আরও বেশি নতুনত্ব ও বৈচিত্র। পাঠক পড়বেন এবং জানাবেন মন্দলাগা-ভালোলাগা।   

খুব তাড়াতাড়িই আসতে চলেছে এ সংখ্যা। প্রথমে কিছুদিন ন্যূনতম অর্থমূল্যে পিডিএফ সার্কুলেশনের পর আমরা সংখ্যাটি ব্লগে উন্মুক্ত করব, পিডিএফ আকারে নয়, প্রত্যেক কবি-লেখকের লিংক ধরে ধরে। তাহলে আর ক'টা দিন সবুর ধরুন হে প্রিয়-পাঠক। 

ইবলিশ ৬ - 'মরণের এপারে' সংখ্যায় যারা লিখেছেন, সে পূর্ণাঙ্গ সূচি দেওয়া হলো বিভাগ/উপবিভাগ/ফিচার ধরে ধরে ধরে:

   সূচির পত্র 

সই, কবিতার চলন:

নীলাদ্রি দেবের কবিতা: মাঝরাতের ইতর সংলাপ

কৌশিক দাসের কবিতা: খোলস

ইলিয়াস খানের কবিতা: প্রাতিষ্ঠানিক জীবন ও ক্রিয়াকৈবল্য
কৌশিক সেনের তিনটি কবিতা: অবিনশ্বর, নার্স, কুরুক্ষেত্র

শোভন মণ্ডলের কবিতা: সম্মতি

আশুতোষ সরকারের কবিতা: একটি কবিতা

সূর্য দত্তের কবিতা: কদম ছাঁট

হাসান মোস্তাফিজের কবিতা: অর্ণা, করোনায় তোমার মৃত্যু হবে না

রাজদীপ ভট্টাচার্যর কবিতা: ফেরা

পলাশ চৌধুরীর কবিতা: ধাতুরা তে ধ্বনি

ওয়াহিদার হোসেনের কবিতা: দ্বিতীয় বিষাদ

আনিস আহমেদের কবিতা: একটি কবিতা

অর্ঘ্যকমল পাত্রের কবিতা: এপিটাফ

উদয়ার্ণবের কবিতা: মৃত্যুর এপারে

শুভজিৎ সরকারের কবিতা: আমায় মৃত্যু জিজ্ঞেস করলে

     সুকান্ত দাসের কবিতা: অজ্ঞাতবাস পর্ব

গদ্যগাথা:

মণিদীপা সেনের দু’টি গদ্য: লেখা ও এপারের ব্যক্তিগত ভাতশাস্তি ও মহাজীবন

সোমনাথ বেনিয়ার গদ্য: কে দাঁড়িয়ে, কেনই-বা

ঢি শুমের গদ্য: ওরা আসে ইন্দ্রিয়গ্রাহ্য অবাক করে দ্যায় খুন আমার শিল্পের

পৌলমী গুহর গদ্য: পৃথিবী ও জ্ঞানদায়িনী হেতু

দেবজ্যোতি রায়ের গদ্য: দিগন্ত অবধি বিস্তৃত এই বধ্যভূমিতে দাঁড়িয়ে

ফেসবুক সমাচার:

ফারহানার গদ্য: কচুপাতার পানি জীবন

প্রথম কাব্যির পরশ:

মোদের ‘মধ্যরাতের দোজখযাপন’: রাহেবুল

ব্লগবুক:

সম্পাদকীয়, ব্লগজিন ‘ঋতবাক’ জুন ২০২০ সংখ্যা

কবিতা চলনসই:

আলিউজ্জামানের কবিতা: আঁধারনামা

প্রিয়া আচার্য্যর কবিতা: আবহমান

জয়ফুল আজাদের কবিতা: দেবী

আমজাদের কবিতা: অন্ত

রেজিনার কবিতা: কাটাকুটি

মানিক রায়ের কবিতা: শ্যামল প্রেম

মৌসুমী নন্দীর কবিতা: চোরাবালি

অনিন্দ্য পালের কবিতা: মৃত্যু-রেখার দিকে চেয়ে

গল্পঘর:

জয়দীপ চট্টোপাধ্যায়ের গল্প: জিহ্বা-দণ্ড

সিন্ধু সোমের গল্প: তারায় তারায় কাজলনাভি

লিটল ম্যাগাজিন/ব্লগজিন/ওয়েবজিন পরিক্রমা:

কষ্টিপাথর’ পত্রিকা: পুরনো সংখ্যা: রাহেবুল

ইবলিশ পত্রিকা: এক প্রোটোকল ভাঙানিয়া— সুশোভন রায়চৌধুরী

শাঙ্খিক পত্রিকা: আলোচনায় রাহেবুল

ছোটো কবিতার কাগজ 'ধ্রুবতারা': আলোচনায় রাহেবুল

'আখ্যান সেতু' আত্মপ্রকাশ সংখ্যা: আলোচনায় রাহেবুল

উত্তরবঙ্গচর্চার পত্রিকা 'চিকরাশি': রাহেবুল

বিরক্তিকর’ পত্রিকার আত্মপ্রকাশ সংখ্যা: আলোচনায় ফারহানা

দ্য সহজ শয়তান:

জিয়াভাইয়ের কবিতা: ডায়েরি

আসরাফুলের কবিতা: পারিলে; জামিন দিয় ডোবাখানা

রাহেবুলের কবিতা: ইস্তক আঙরা

    প্রচ্ছদ: 

      রাহেবুল

    উৎসর্গ:

      উলুখাগড়াদিগকে

    অলংকরণ:

       শতবর্ষে শ্রদ্ধার্ঘ্য হিসাবে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা-কাজ


১৪ সেপ্টেম্বর ২০২০ থেকে ইবলিশ ৬ পড়তে এখানে ক্লিক করুন । 



No comments:

Post a Comment

  প্রকাশিত হলো ইবলিশ সপ্তম সংখ্যা নিরোর নগরকীর্তন ও তাহার নাগরবৃন্দ  প্রকাশিত হলো  ইবলিশ , একাদশ বর্ষ, সপ্তম সংখ্যা তথা ইবলিশ   ৭  -  'ন...