Sunday, May 17, 2020

ইবলিশ ৫ বইমেলা সংখ্যা ২০২০

ইবলিশ বইমেলা সংখ্যা ২০২০

এ অব্দি ইবলিশ প্রথম দশকের একটি প্রিন্টেড ম্যাগাজিন। কিন্তু সাম্প্রতিক বইমেলা সংখ্যাটি করোনার কারণেই সফট কপি রূপেও ওয়েবজগতে প্রকাশিত হচ্ছে। যারা কবিতাকেন্দ্রিক লিটিল ম্যাগাজিন ভালোবাসেন, আবহমান তথা বিকল্প ধারাগুলির সুলুকসন্ধানে থাকেন এবং কাঠ বাস্তবকেও উপেক্ষা করেন না তাদের জন্যে ইবলিশ একটি আদর্শ লিটিল ম্যাগাজিন হতে পারে।

পড়ুন। প্রয়োজনে ডাউনলোড করেও রাখতে পারেন। আমাদের জানান আপনার পাঠপ্রতিক্রিয়া, মন্দলাগা-ভালোলাগা।

সম্পাদক: রাহেবুল

সংখ্যা: পঞ্চম, বর্ষ দশম, জানুয়ারি ২০২০

প্রকাশস্থান: আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ

প্রচ্ছদশিল্পী: শান্তনু পাত্র

সংখ্যাটি পড়ুন বা ডাউনলোড করুন এখান থেকে

 


No comments:

Post a Comment

  প্রকাশিত হলো ইবলিশ সপ্তম সংখ্যা নিরোর নগরকীর্তন ও তাহার নাগরবৃন্দ  প্রকাশিত হলো  ইবলিশ , একাদশ বর্ষ, সপ্তম সংখ্যা তথা ইবলিশ   ৭  -  'ন...